সিলেটবিবিসি ডেস্ক :: লন্ডনস্থ ব্রিকলেনের খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান বেগল এক্সপ্রেসের প্রতিষ্টাতা ফরহাদ আলমের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কমিউনিটির পরিচিত মুখ আবু কবীর সুহেল।
আবু কবীর সুহেল
সিলেটবিবিসি২৪ অনলাইন নিউজপোর্টালের প্রকাশক আবু কবীর সুহেল এক শুভেচ্ছা বার্তায় ফরহাদ আলমের সুস্বাস্থ্য কামনা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি ফরহাদ আলমের বিভিন্ন মানবিক কাজের প্রশংসা করেছেন এবং তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ফরহাদ আলম