ডেস্ক নিউজ :: লন্ডনের ব্রিকলেনে অবস্থিত বেগল এক্সপ্রেসের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বেগল এক্সপ্রেসের প্রতিষ্টাতা ফরহাদ আলমের সভাপতিত্বে এবং মোতাহির খানের পরিচালনায় মঙ্গলবার ইফতার মাহফিলে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মানব জাতিকে রক্ষায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কামরুল ইসলাম।
ইফতার মাহফিলে ব্রিকলেন বাংলা কমিউনিটি ব্যক্তিত্ব আবু কবির সুহেল, শেখ আমির,ফয়জুল হক, শেখ সাহান তালুকদার, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, আজমল আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বেগল এক্সপ্রেসের প্রতিষ্টাতা ফরহাদ আলম জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা খুব অল্প আয়োজনে এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মরণব্যাধি রোগ করোনা ভাইরাস থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এ বিষয়ে নিজেদের মধ্যে সতর্কতা তৈরী করা। এছাড়া সারা বিশ্বের মুসলিম উম্মাহ তথা পুরো মানবজাতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা। তিনি আরো জানান, পুরো ইফতার মাহফিলে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে সচেতনতা তৈরীতেও গুরুত্বারোপ করা হয়েছে।