সংবাদদাতা, বিশ্বনাথ :: বিশ্বনাথে মদ খেয়ে মাতলামি করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঈদুল আজহার রাতে উপজেলার সদরের পুরাণ বাজারস্থ উত্তরা ব্যাংকের সামনের সড়কে মাতলামী করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চান্দশীর কাপন (বিদায়সুলপানি) গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে বদরুল আহমদ বাপ্পী (২৫) ও একই গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে আবুল কালাম (৩০)। বদরুল আহমদ বাপ্পী উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশ্বনাথ থানার এসআই অরুপ সাগর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ০১ (তাং ২.০৮.২০ইং)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল আজহার (শনিবার) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলা সদরের পুরাণ বাজারস্থ উত্তরা ব্যাংকের সামনে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে গ্রেপ্তারকৃতরা মদ খেয়ে মাতলামি করছিলো। এসময় তাদের আটক করা হয়। এরপর পুলিশ বাদী হয়ে থানায় দায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। রোববার তাদের আদালতে প্রেরণ করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, মাদক সেবন ও মাতলামি করার অপরাধে তাদের বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছে পুলিশ।
সিলেটবিবিসি / ৩ আগস্ট ২০ / – –