প্রেস বিজ্ঞপ্তি :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, সিলেট চেম্বারের সদস্য, ব্যবসায়ী ও সমাজসেবী এম এ হকের মৃত্যুতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) এক শোকবার্তায় চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, এম এ. হক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। সিলেটের বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ডে তার যথেষ্ট অবদান রয়েছে।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটবিবিসি/ ৩ জুলাই ২০/ – –