1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
রবিবার, ১৬ মে ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন

বাহুবলে সেনাবাহিনীর গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে আহত ২০

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : অক্টোবর, ২২, ২০২০, ১:৪৭ pm

 • ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলে সেনাবাহিনী ও বিরতিহীন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় সেনা সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২অক্টোরব) বিকালে বাহুবল উপজেলা সদরের কাছে জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে ।

  জানাযায়, সিলেট থেকে হবিগঞ্জগামী ( ঢাকামেট্রো-১১-০৩৬৮) বিরতিহীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনার সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক হতে আসা সেনাবাহিনীর ট্রাক গাড়ীর (পি আর ডি-৪৫০০কেজির) মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি পাশের খাদে পড়ে উল্টে যায় এবং সেনাবাহিনীর ট্রাকটি ক্ষতিগ্রস্থ হয়।

  এতে সেনা সদস্য রাসেল (৩৬), সেনাবাহিনী গাড়ীর চালক হিরা মিয়া (৩৭), বাস যাত্রী মোস্তফা মিয়া(৪০), আজিজ (৪২), শাহিন মিয়া (২০), আলেয়া (৪৩) সহ অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

  শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর২২,২০২০

   

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ