কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার( ৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকার পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি শাফায়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ওসি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী লেনের ডান পাশে রাত থেকে একটি ট্রাক বিকল হয়ে পড়ে ছিল। উল্টোদিকে একটি কাভার্ডভ্যান থামিয়ে চালক খাবার খেতে রেস্তোরাঁয় যান। এতে জায়গা কমে যাওয়ায় মহাসড়কে গাড়িগুলো ধীর গতিতে চলাচল করছিলো। সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছে গতি কমিয়ে দেয়। ওই সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় দ্রুতগতির স্টার লাইন পরিবহনের একটি বাস। ধাক্কায় মাইক্রোবাসটি বিকল ট্রাককের পেছনে আটকে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন। ওই ঘটনায় শিশুসহ দুইজন গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
তিনি আরো জানান, খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে। পরে যান চলাচল স্বভাবিক হয়।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ অক্টোবর ০৩,২০২০