প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতির লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নিজ গ্রামের ফুটবল খেলার মাঠের কাছে ইউনিয়নের বাগাহাতা গ্রামের আব্দুর রহমানের পুত্র ও ছাত্রলীগ নেতা আব্দুর রউফ (২০) এর লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদ আলী ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সাফির উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
সিলেটবিবিসি/ ১২ জুলাই / রাকিব