নিজস্ব প্রতিবেদক :: টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেটের নিম্নাঞ্চল। সীমান্তবর্তী কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ ও সদর উপজেলাসহ সিলেট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে গতরাতে সিলেটে বৃষ্টির পরিমাণ কম হলেও উজানে বৃষ্টির কারণে সবগুলো নদীর পানি কিছুটা বেড়েছে। যে কারণে অন্যান্য এলাকার সাথে সিলেট নগরীর মাছিমপুর, তালতলা, সোবহানিঘাট, মেন্দিবাগ, উপশহর, যতরপুর, সবুজভাগ, ঘাসিটুলাসহ বেশ কয়েকটি এলাকায় পানি উঠে গেছে। এদিকে নগরীর নিচু এলাকায় পানি প্রবেশ করে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। ডুবে গেছে অনেক রাস্তাঘাট। বিভিন্নস্থানে বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। এছাড়া পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি ফলে সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর উপজেলার দিনমজুর ও মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি।
সোমবার (১৩ জুলাই) পানি উন্নয়ন বোর্ড সিলেটের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ৯ সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি প্রায় সবকটি পয়েন্টেই বেড়েছে। এর মধ্যে সকাল ৯ টায় কানাইঘাটে সুরমার পানি ছিল বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপরে। দুপুর ১২ টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ সেন্টিমিটার। সুরমার সিলেট পয়েন্টে সকাল ৯ টায় পানি ছিল বিপদসীমার ৯ সেন্টিমিটার উপরে। দুপুর ১২ টায় তা এক পয়েন্ট কমে এসেছে ৮ সেন্টিমিটারে। ফেঞ্চুগঞ্জে সকাল ৯ টায় কুশিয়ারার পানি ছিল বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপরে। দুপুর ১২ টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ সেন্টিমিটারে। জৈন্তাপুরের সারিঘাটে ৯ টায় পানি ছিল বিপদসীমার ২ সেন্টিমিটার উপরে। দুপুর ১২ টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১০ সেন্টিমিটারে। এছাড়া সিলেটে ৪টি পয়েন্টেও পানি বেড়েছে।
এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের ফসল, তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ফলে বন্যা কবলিত এলাকার লাখো মানুষ এখন দিশেহারা। এর মাঝে বৃষ্টি নিয়ে কোনো স্বস্তির খবরও নেই আবহাওয়া অফিসের কাছে।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান- সিলেটে টানা বৃষ্টি হবে আরও সপ্তাহ দশদিন পর্যন্ত। তবে পরিমাণ কিছুটা কমবে। মূলত উজানের বৃষ্টিই সিলেটে বেশি প্রভাব ফেলছে বলে তিনি জানান।
আর পূর্বাভাস অনুযায়ী উজানের বৃষ্টি অব্যাহত থাকলে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড, সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান সরকার জানান- মাঝে মাঝে দু’একটা পয়েন্টে বন্যার পানি কিছুটা কমলেও বেশিরভাগ পয়েন্টে পানি বাড়ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এভাবে উজানের বৃষ্টি অব্যাহত থাকলে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।
সিলেটবিবিসি / ১৩ জুলাই ২০ / – –