হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’- এ স্লোগানকে সামনে রেখে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ফটকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা কোনো একক গোষ্ঠীর নয়। জাতির পিতা এই বাংলার, এই মাটির, এই বাংলার সর্বস্তরের জনগণের। আমরা সরকারি পেশাজীবী ফোরাম দ্বিধাহীন কন্ঠে বলতে চাই, জাতির পিতার প্রতি কোনোরূপ অসম্মান সহ্য করা হবে না। জাতির পিতার প্রতি কোনোরকম অমর্যাদাকর আচরণ, কোনো ষড়যন্ত্র আমরা যেকোনো মূল্যে প্রতিহত করব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার, উপজেলা পোস্ট মাস্তার এস এম মিজানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকরা।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর ১২,২০২০