1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:০২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে নড়বড়ে বিদ্যুতের খুঁটি, আতংকে পৌরবাসী

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : আগস্ট, ৯, ২০২০, ১১:১৫ am

 • প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার একটি বিদ্যুতের খুঁটির গোড়া প্রায় চাঁর অংশের তিন অংশই ভেংগে গেছে। কিন্তু বিগত দুই মাস ধরে এই অবস্থায় পড়ে থাকলে ও টনক নড়েনি কর্তৃপক্ষের।

  রবিবার (৯ আগস্ট) সরজমিনে দেখা যায়, বিদ্যুতের খুঁটির গােড়ার চাঁর ভাগের তিন ভাগই ভেঙ্গে আছে প্রায় ২ মাস ধরে। এই ভাঙ্গা খুটি থেকে অনেকগুলো বিদ্যুৎ লাইনের সংযোগ রয়েছে পৌরসভার বিভিন্ন বাসা বাড়িতে।তবে এই ঝর-বৃষ্টির দিনে যে কোন সময় খুঁটিটি পড়ে যাওয়ার সম্ভাবনা ও রয়েছে।

  পৌরসভার ড্রাইভার বাজার-থানা রােডে এই ভাঙ্গা খুঁটিটি দাঁড়িয়ে আছে প্রায় দু’মাস ধরে। আর এই খুঁটি থেকেই ২০/২৫ টি সংযােগের তার ঝুঁলে রয়েছে বিভিন্ন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে ।

  আর তার পাশেই অবস্থিত হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস। এলাকাবাসী বার বার পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যােগাযােগ করার পরও কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ । তবে কর্তৃপক্ষের অবহেলার কারণে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলছে এলাকাবাসী।

  এতে আতঙ্কে আছে পৌরভাসী ও বাজার ব্যবসায়ীরা যে কোন সময় খুটিঁঁটি ভেঙ্গে মাটিতে পরে যেতে পারে। আর তাতেই বিদ্যুতের শর্টের মাধ্যমে আগুন লেগে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এতে প্রানহানির সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

  তবে হবিগঞ্জ পল্লী বিদুৎ এর ডিজিএম মোতাহের হোসেন জানান, বিষয়টি আমি লিখে রাখিতেছি, তাতক্ষণিকভাবে এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

  সিলেটবিবিসি /৯ আগস্ট ২০/রাকিব

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ