সিলেটবিবিসি ডেস্ক :: নেত্রকোনার কমলাকান্দা উপজেলার গুমাই নদীতে বালুভর্তি নৌকার সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী নৌকাডুবে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত নদী থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় গুমাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনার কাকড়গোনা এলাকায় যাচ্ছিল। বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় পৌছলে বালুবাহী নৌকার সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী নৌকাটি গুমাই নদীতে ডুবে যায়।
এঘটনায় স্থানীয় লোকজনের তৎপরতায় এখন পর্যন্ত নদী থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্তত ২৪ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান জানান, ঘটনার পরই স্থানীয়রা ১১ জনের লাশ উদ্ধার করেছেন। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সিলেটবিবিসি/ ৯ সেপ্টেম্বর ২০/ এসএম রাকিব