সিলেটবিবিসি ডেস্ক:: নেইমার বিহীন দ্বিতীয় ম্যাচেও জয় পেল পিএসজি। করোনামুক্তির পর প্রথম খেলতে নেমে গোল করলেন ও করালেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী তারকার নৈপুণ্যে নিসকে ৩-০ গোলে হারিয়েছে লিগ ওয়ানের শিরোপাধারীরা।
রবিবারের লিগ ম্যাচে এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল ডি মারিয়া। পিএসজির শেষ গোলটি করেন মার্কিনিয়োস।
প্রথম দুই ম্যাচে হারের পর গত রাউন্ডে মেসের বিপক্ষে ইউলিয়ান ড্রাক্সলারের শেষ মুহর্তের গোলে জিতেছিল পিএসজি। তিন ম্যাচের কোনোটিতেই তাদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। অবশেষে রাবিবার দলটিকে চেনা রূপে দেখা গেল।
চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে পিএসজি। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেন। লিগের দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখায় শেষ দুই ম্যাচ ছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।
সিলেটবিবিসি/ ২১ সেপ্টেম্বর ২০/ রাকিব