প্রতিনিধি, হবিগঞ্জ :: স্ত্রী শিল্পী বেগমসহ নবীগঞ্জ পৌরসভা মেয়র ছাবির আহমেদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইদিনে ব্যাংক কর্মকর্তাসহ আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বুধবার (৫ আগস্ট ) রাতে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট আসে।
আক্রান্তরা হলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র চরগাঁও গ্রামের বাসিন্দা ছাবির আহমেদ চৌধুরী, তাঁর স্ত্রী শিল্পী বেগম, পূবালী ব্যাংকের এক কর্মচারী, রোকনপুর গ্রামের ১ ব্যক্তিসহ ৫জন।
এনিয়ে নবীগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৬ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ১১১ জন। আক্রান্ত ব্যক্তিরা গত মঙ্গলবার (৪ আগস্ট) তাদের নমুনা দেন।
এদিকে নবীগঞ্জ করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগীর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে করে উপজেলাবাসীর মধ্য আতংক-উৎকন্ঠা দেখা দিয়েছে । তবে বর্তমান করোনার সংক্রমনের হার বৃদ্ধি পেলেও হাট বাজার গুলোতে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করছেন না, এবং শারীরিক দূরত্ব ও সরকারী স্বাস্থ্য বিধি মানছেন না সাধারণ মানুষ।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, আক্রান্ত ৫জন গত ৪ আগস্ট নমুনা দেন, আজ তাদের করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট আসে।