সংবাদদাতা,নবীগঞ্জ :: নবীগঞ্জে এক কৃষকের গরু চুরি করতে গিয়ে গ্রামাবাসীর ধাওয়া খেয়ে গরু রেখে পালিয়ে গেছে গরু চুরের দল। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২.৩০মিনিটের সময় বাউসা গ্রামের মো. ছাদির মিয়ার ১ লক্ষ টাকা মূল্যের ২টি ষাড় গরু একটি সংবদ্ধ গরু চুরের দল চুরি করে নিয়ে যাবার সময় গরুর মালিক বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে গ্রামবাসী একত্রিত হয়ে চোরদের ধাওয়া দিলে গরু রেখেই পালিয়ে যায়। ফলে অল্পের জন্য চুরির হাত থেকে রক্ষা পায় লক্ষ টাকা মূল্যের দুইটি গরু।
বাউসা গ্রামে চুরের উপদ্রব বেড়ে যাওয়ায় চুর আতঙ্কে রাত কাটাচ্ছেন বাউসা গ্রামের মানুষ। গত কয়েকদিনের ব্যবধানে বাউসা গ্রামের মাদ্রাসা পয়েন্টে ফাহিমা এন্ড নাঈমা ভেরাইটিজ স্টোর, গ্রাম পুলিশ মন্টু মিয়া, বন্দের বাড়ির গেদা মিয়া ও নাদামপুর গ্রামের মুহিব উল্লার বসতঘর চুরি হওয়ার ঘটনায় ব্যববসায়ী ও এলাকাবাসীর মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।
সিলেটবিবিসি/২৪জুলাই২০২০/রাকিব