সিলেট নগরীর উপশহর থেকে বিশ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
রবিবার( ১৩ ডিসেম্বর) সকাল সারে ১০টার দিকে নগরীর মেন্দিবাগ গার্ডেন টাওয়ারের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি খাল থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের ঘটনার সত্যতা করে জানান, সকাল সোয়া ১০টার দিকে কোতোয়ালী থানা পুলিশ লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তার পরনে একটি শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে- লাশটি ২/৩ দিন আগের হবে।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর ১৩,২০২০