ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং দ্রুততম সময়ে বিচারকার্য সম্পাদনের বিধান পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে মিছিলটি শহরের উকিলপাড়া থেকে শুরু হয়। পরে পুরো শহর পদক্ষিন করে পুনরায় উকিলপাড়ায় গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, ছাত্রলীগ নেতা মাহমুদুল হোসেন পলাশ, সিদ্দকুর রহমান, তাহমিদ সুলতানা নাজিম, আপন আহমেদ, সাবেক সদস্য মাজেদুল ইসলাম মাজেদ প্রমুখ।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর১৩,২০২০