1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
বুধবার, ১২ মে ২০২১, ০২:৩৪ পূর্বাহ্ন

ধর্মপাশায় ট্রলারডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : জুলাই, ১৯, ২০২০, ৬:১৯ am

 • সংবাদদাতা, ধর্মপাশা :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরে শয়তানখালি নামক স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে।

  নিখোঁজ দুইজন হলেন ধর্মপাশা সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের সামান মিয়া ও তার মেয়ে তানজিনা। রোববার বেলা ১১টা পর্যন্ত নিখোঁজ বাবা মেয়ের কোনও সন্ধান পাওয়া যায়নি।

  জানা যায়, সামান মিয়া নিজের পরিবার নিয়ে শনিবার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এ সময় চন্দ্রসোনারথাল হাওরের শয়তানখালী নামক স্থানে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়।

  নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সামান মিয়া ও তানজিনা নিখোঁজ রয়ে যায়। পরে স্থানীয়রা হাওরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। রোববার সকাল থেকে স্থানীয়রা আবার তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এখনো তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সহায়তায় সকাল থেকে পুলিশ নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা করছে।

  সিলেটবিবিসি / ১৯ জুলাই ২০/ —

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ