1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. scholarscarecoaching@gmail.com : admin2 : S M Rakib
শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:৪৩ অপরাহ্ন

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০৩৪, মৃত ১১

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : মে, ১১, ২০২০, ১:৫৫ pm

 • জাতীয় : প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৬৯১।


  সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।


  তিনি জানান, নতুন সংযুক্ত একটিসহ মোট ৩৭টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় আরও সাত হাজার ২৬৭টি । এদের মধ্যে সাত হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয় । নমুনা পরীক্ষায় নতুন আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যেটি ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ২৯ হাজার ৮৬৫টি।

   

  এ পর্যন্ত দেশে মোটাক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন। এবং আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ।


  এদিকে ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন সুস্থ হয়েছেন । সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৯০২ জন।

   

  facebook comments


  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ