সিলেটবিবিসি ডেস্ক :: মহামারী করোনাভাইরাসে দেশে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২ হাজার ৪৫৭ জনের প্রাণহানি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ২৩ জন।
২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৩ জন। তাদের ২৭ জন পুরুষ এবং ৬ জন নারী।ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৫৭ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩০৮টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার দুইটি নমুনা। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৮০ হাজার ৪০২টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় পজেটিভ আসে আরও তিন হাজার ৫৩৩ জনের দেহে।
এদিকে,সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৫৯৪ জন। মারা গিয়েছেন ৫ লাখ ৮১ হাজার ৭১০ জন। করোনার সাথে লড়াই করে এখন পর্যন্ত ৭৮ লাখ ৮১ হাজার ৬৮৫ জন মানুষ সুস্থ হয়েছেন।
সিলেটবিবিসি / ১৫ জুলাই ২০২০ / রাকিব