1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন

দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : সেপ্টেম্বর, ৩, ২০২০, ৯:৩৮ am

 • সিলেটবিবিসি ডেস্ক :: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৩ জনে।

  এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনের।

  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

  মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ৮ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ১ জন।
  বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৭ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৬ জন, ময়মনসিংহে ১ জন রয়েছেন।

  গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক শূন‌্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।

  বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬০ বছরের ওপরে ১৮ জন রয়েছেন।

  সিলেটবিবিসি/ ৩ সেপ্টেম্বর ২০/ রাকিব

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ