চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর থেকে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব সোনার দাম প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে বাংলাদেশ বিমানের যাত্রী এনামুল কবির (৩৫) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করে শুল্ক বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকতারা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তারা তল্লাশি ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে বোর্ডিং ব্রিজের কাছে দুবাই ফেরত যাত্রী এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি করে তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা সোনার বারগুলো পাওয়া যায়।
সিলেটবিবিসি/ রাকিব/ ডেস্ক/ অক্টোবর ০১,২০২০