দিরাইয়ে দূর্গা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় থানা কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য কালে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন,শারদীয় দূর্গা পুজা উদযাপনে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা সার্বক্ষনিক থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় করা নজর রাখবো। তবে এব্যাপারে সবাইকে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দূর্গা পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জন রায়,সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়,প্যানেল মেয়র বিশ্বজিত রায়,দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন চৌধুরী প্রমূখ।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ১৯,২০২০