1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:১৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ জন

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : ডিসেম্বর, ২০, ২০২০, ১০:৩৬ am

 • ফাইল ছবি

  সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর নামক স্থানে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতরা হলেন মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০)। নিহত দুইজনই গোলাপগঞ্জ এলাকার বাঘা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আহত ব্যক্তির নাম সালাম। সে দক্ষিণ সুরমা উপজেলার বিবিদইল এলাকার বাসিন্দা।

  রোববার (২০ ডিসেম্বর) আনুমানিক বেলা সোয়া ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

  সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাসারে সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আর একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর ২০,২০২০

   

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ