সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ১৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বৃহস্পতিবার সাড়ে ৪ টার দিকে দক্ষিণ সুরমা এলাকার লিংকরোড থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম- জাবেদ আহমদ (৩০)। সে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া এলাকার আকবর আলীর পুত্র।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ২৭,২০২০