নিজেস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জের জয়কলশ ইউনিয়নের গাগলী গ্রামে পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার(২৩ আগস্ট) দুপুরে এই ঘটনাটি ঘটে।
উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের সৈয়দুর রহমান এর ছেলে সাহিম মিয়া (৬) ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম। মৃত দুই শিশু আপন চাচাত্বো ভাইবোন
ঘটনার সতত্য নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য চুনু দেব জানান, রবিাবার দুপুরের দিকে বাড়ির পাশের খালে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয়। একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া। তিনি নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিলেটবিবিসি/ ২৩ আগস্ট ২০/রাকিব