সুনামগঞ্জের তাহিরপুরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী দাবি বাস্তবায়ন পরিষদের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে।
শনিবার (২৮ নভেম্বর) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি পালিত হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক একেএম রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য পরিদর্শক বিকাশ রঞ্জন তালুকদার, স্বাস্থ্য সহকারী সিরাজুল আলম, দেবরাজ পুরকায়স্থ, দিবাকর সরকার, শামীম রেজা, গোপেশ রায়, মহিবুর রহমান, রিংকু চৌধুরী, হামিদা খাতুন প্রমুখ।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মবিরতি পালন শুরু করেছেন তারা। এ সময় বক্তারা বলেন, ভ্যাকসিন হিরো সম্মান স্বাস্থ্য সহকারীর অবদান।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ২৮,২০২০