নিজেস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানাযায়, নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা প্রবাসী লকুছ মিয়ার মেয়ে জারা ফেরদৌসী (৩) বাড়ীর লোকজনের অগোছরে ঘরের বাহিরে বের হয়। কিছুক্ষণ পর তাকে সবাই খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ীর পাশে ভাসমান পানিতে তার লাশ ভাসতে দেখা যায়।
জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সিলেটবিবিসি/ ২১ সেপ্টেম্বর ২০/ রাকিব