সিলেটবিবিসি ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডিশ লাইন ম্যানের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এ ঘটনাটি ঘটে। নিহত ছামির মিয়া (৩৫) ঐ এলাকার মৃত কদরিছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ছামির মিয়া স্থানীয় লুদরপুরের ঈদগাহ এলাকার বিদ্যুতের ১১ কেভি লাইনের খুঁটির উপরে ডিশ লাইনের কাজ করছিলেন। হঠাৎ করে অসাবধানতাবশত উপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শে উপর থেকে নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. নাজমুল সাদাত আরো বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমদ বলেন, ছামির মিয়া ডিশ লাইনের এবং বিদ্যুতের টেকনিশিয়ান হিসেবে সবার কাছে পরিচিত। বিদ্যুতের খুঁটির উপরে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, আমরা খবর পেয়েছি দুর্ঘটনার সময় ডিশ লাইনের কাজ করছিলেন ওই টেকনিশিয়ান।
সিলেটবিবিসি২৪ডটকম/১৭জুলাই২০২০/রাকিব