1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০২:০৮ অপরাহ্ন

জকিগঞ্জে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : সেপ্টেম্বর, ৪, ২০২০, ১১:২২ am

 • সিলেটবিবিসি ডেস্ক :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাকুটা গ্রাম থেকে মাশরাফিয়া জান্নাত তাসমিয়া (৭) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

  শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাশরাফিয়া জান্নাত তাসমিয়া সে উপজেলার কালাকুট গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

  জানাযায়, তাসমিয়ার বাবা ভারতে থাকেন এবং মা অসুস্থ বোনকে দেখতে বাড়ির বাইরে গিয়েছিলেন। শিশুটির কলেজ পড়ুয়া বড় বোন ও চাচা বাড়িতে ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তাসমিয়া তার চাচার সঙ্গে তার কক্ষে ঘুমিয়েছিল। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় চাচা সিএনজিচালিত অটোরিকশার চালক গাড়ি নিয়ে গ্যাস আনতে চলে যান। শিশুটি তখনও তার কক্ষে ঘুমাচ্ছিল।

  সকাল ৮ টায় তাসমিয়ার বড় বোন তাকে নিয়ে নাস্তা করে আবার ঘুমিয়ে পড়ে। সকাল ১০টায় তাসমিয়াকে চাচার কক্ষের পাশের কক্ষে জানালার রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পার্শ্ববর্তী রাস্তা ও বাড়ির লোকজন। তখন তারা ডাকাডাকি করলে শিশুটির বড় বোন এসে তাকে জানালার রডের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার মাকে ফোন দিয়ে ঘটনা জানায়। পরে স্থানীয় লোকজন ও চেয়ারম্যান থানায় অবগত করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।’

  জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। এত ছোট একটা মেয়ে কী কারণে আত্মহত্যা করেছে সেটি পরিষ্কার নয়। মনে হচ্ছে ঘটনাটি রহস্যজনক।

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ