সিলেটবিবিসি ডেস্ক :: ১০ দিনের বিরতি শেষে আবারো শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন। দ্বিতীয় দফার প্রথম দিনে ৫ ভেন্যুতে অনুশীলন করছেন ২৩ ক্রিকেটার।
মিরপুরে শনিবার (৮ আগস্ট) সকালে অনুশীলন করেছেন মুমিনুল, মুশফিক, মাহমুদউল্লাহ, রানা, তাসকিন আর শফিউল। জিম শেষে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন মুশফিক, মাহমুদউল্লাহ, ইমরুল আর মুমিনুল। তাসকিন, রানা আর শফিউল করেছেন একাডেমি মাঠে বোলিং অনুশীলন। এদিন প্রথমবারের মতো অনুশীলন করবেন সাব্বির, তাইজুল আর সাদমান।
ঢাকা ছাড়াও ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করেছেন সিলেট, রাজশাহী, চট্টগ্রাম আর খুলনায়। যেখানে প্রথমবারের মতোন নিজেকে ঝালিয়ে নিয়েছেন রাহী, এবাদত, ইয়াসির রাব্বি ও ইরফান শুকুর।
সিলেটবিবিসি / ৮ আগস্ট ২০/রাকিব