সিলেটবিবিসি ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(২৪ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় কালাম উদ্দিন (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছে। কালাম উদ্দিন পীরপুর গ্রামের মৃত ছমির আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর আঙিনায় রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম আহমদ বাইসাইকেল চালাতে গেলে পাশের ঘরের নূর আলী ও আনোয়ার তাকে গালিগালাজ করে। এ নিয়ে শিশু ফাহিম আহমদের চাচা কালাম উদ্দিন তাদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে নূর আলী, আনোয়ার সহ প্রতিপক্ষের লোকজন কালাম উদ্দিনের উপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যায় কালাম উদ্দিন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। হামলায় জড়িত সন্দেহে নূর আলী, শাহ আলম ও আবুল হোসেন নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
সিলেটবিবিসি/ ২৪ আগস্ট ২০/রাকিব