সিলেটবিবিসি ডেস্ক :: ছাতকে গলায় ফাঁস দিয়ে সুন্দর আলী (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
নিহত বৃদ্ধে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃদ্ধ সুন্দর আলী বেশ কয়েক বছর ধরে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। তার শরীরে কুষ্ঠ রোগ ধরা পড়ার পর সম্প্রতি স্ত্রীসহ পরিবারের লোকজন বাড়িতে একা রেখে অন্যত্র চলে যায়। এরপর থেকে ওই বৃদ্ধকে তার ছোট ভাই আহাদ আলী নিয়মিতই দেখা-শোনা খাবার দিতেন। মঙ্গলবার রাতে বৃদ্ধ সুন্দর আলী নিজ বসত ঘরের তীরের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সিলেটবিবিসি/ ২৩ সেপ্টেম্বর ২০/ রাকিব