হবিগঞ্জের চুনারুঘাটের আতঙ্ক ৬১ মামলার পলাতক আসামী আব্দুল খালেককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ
রোববার (২৭ ডিসেম্বর) সকালে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফের নেতৃত্বে ছনবাড়ি পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করেন।
আটক আব্দুল খালেক উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাও গ্রামের করম আলীর ছেলে।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর২৭,২০২০