চুনারুঘাট সংবাদদাতা :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় উবাহাটা ইউনিয়নে রাস্তার সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ভাতিজার হাতে জিতু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কেউন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া একই এলাকার মৃত আবদুল হেকিমের ছেলে।
জানা যায়, রাস্তার সীমানা নিয়ে জিতু মিয়ার ভাতিজা জিয়া উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন বিরোধে চলছিল। এরই জের ধরে সকাল ৯টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় ভাতিজার রডের আঘাতে গুরুতর আহত হন চাচা জিতু মিয়া। পরে হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।
চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটবিবিসি/ ৩ জুলাই ২০ / – –