1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
মঙ্গলবার, ১১ মে ২০২১, ০৯:২৫ পূর্বাহ্ন

চুনারুঘাটে নালুয়া-আমু চা বাগানে ৩য় দিনেও শ্রমিক আন্দোলন

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : অক্টোবর, ১০, ২০২০, ৭:১২ am

 • হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় নালুয়া বাগান, আমু চা বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি ধর্মঘট তৃতীয় দিন চলছে।

  বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে নালুয়া, আমুসহ বিভিন্ন বাগানে শতশত চা শ্রমিক নারী পুরুষ কোম্পানির গেটে তাঁদের শ্রমের নায্য মজুরী আদায়ের দাবিতে কর্মবিরতির দাক দেন ডাক দেন। যা আজ তৃতীয় দিনেও কোন সুরাহ হয়নি। আজ তৃতীয় দিনে সকল চা শ্রমিকদের একমাত্র আয়ের উৎসই হলো দিনমজুরি কাজ। কিন্তু তাঁদের তাদের এই সামান্য মজুরি সটিক মত প্রদান, বোনাস, সহ সামগ্রিক ভাতা যতাযত প্রদান করার জন্য এই কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। কিন্তু এখনো কতৃপক্ষের কোন দৃষ্টি পরেনি। ফলে চা শ্রমিকদেন আন্দোলন ক্রমান্বয়ে বেড়েই চলছে। যেকোন সময়ে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। তাই প্রশাসনসহ স্থানীয় প্রতিনিধিদের দৃষ্টি কামনা করছেন সচেতন নাগরিক।

  এ বিষয়ে চা শ্রমিক জনগোষ্ঠীর ভূমি আদায় আন্দোলন ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক মুখেশ কর্মকার অনুপ জানান, দ্রুত সময়ে যদি এই দাবি মেনে না নেয়া বা সুরাহা না করা হয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত কতৃপক্ষসহ স্থানীয় প্রধানদের দৃষ্টি কামনা করি।

  এ সময়ে উপস্থিত ছিলেন নালুয়া চা বাগানের সভাপতি উপেন উরাং, আদিবাসী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চুনারুঘাট শাখার সভাপতি কপিল উরাং, বাগানের সাধারণ সম্পাদক সমাকান্ত উরাং, সাংবাদিক লিটন মুন্ডাসহ অসংখ্য চা শ্রমিক নারি নেত্রী প্রমুখ।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর১০,২০২০

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ