প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জের চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগান থেকে থেকে সিএনজি অটোরিকশাযোগে পাচারের সময় ৫ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এসময় আরও দুজন পালিয়ে যায় বলে জানায় বিজিবি।
আটককৃতরা হলো- বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার রসুলপুর গ্রামের রবিউল আওয়ালের ছেলে জুলমান মিয়া (২০) ও একই গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে লিটন মিয়া (৩৫)।
চিমটিবিল সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিএনজির পিছনে ধাওয়া করে বিজিবি। এ সময় উপজেলার চন্ডিছড়া চা বাগান মোড়ে এসে বিজিবি সিএনজিটি আটক করে। এ সময় সিএনজি অটোরিকশা তল্লাশী করে ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
সিলেটবিবিসি/২৪জুলাই২০২০/রাকিব