1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:১০ অপরাহ্ন

চীনে কয়লা খনিতে ১৬ শ্রমিকের মৃত্যু

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : সেপ্টেম্বর, ২৭, ২০২০, ১১:৩৩ am

 • ফাইল ছবি
  ফাইল ছবি

  সিলেটবিবিসি ডেস্ক :: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির ভেতরে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরো একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

  রোববার সকালের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া।

  সিসিটিভি’র খবরে জানা যায়, খনির ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। এতে আটকা পড়া শ্রমিকদের মৃত্যু হয়।

  কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

  সামাজিক যোগাযোগমাধ্যমে কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই ঘটনার কারণ অনুসন্ধান চলছে। চোংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সোংজাও নামে যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে সেটি চীন সরকারের জ্বালানি বিভাগের আওতায়।

  উল্লেখ্য, চীনে খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটছে। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজু প্রদেশে এক খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান ১৪ জন শ্রমিক। ২০১৮ সালে চোংকিংয়ে খনিতে এক দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হয়। একই বছরের অক্টোবরে শানডং প্রদেশে একটি পাথরের খনিতে ২১ শ্রমিক প্রাণ হারান।

  সূত্র: এনডিটিভি

  সিলেটবিবিসি/ ২৭ সেপ্টেম্বর ২০/ রাকিব

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ