1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. scholarscarecoaching@gmail.com : admin2 : S M Rakib
শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১২:৩৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু আহত

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : অক্টোবর, ১৮, ২০২০, ১১:৪৩ am

 • গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নের পাহাড় লাইন সড়কে সিএনজি অটোরিকশার চাপায় রাহিম আহমদ (১৪) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত রাহিম আহমদ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের চক গ্রামের মৃত নিছফা উদ্দিনের পুত্র।

  শনিবার( ১৮ অক্টোবর) দুপুরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

  স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাহিম আহমদ একটি বাইসাইকেলে করে বাড়িতে আসছিল। অপর দিক থেকে আসা একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এসময় আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

  আহত রহিমের মা আফিয়া বেগম জানান, রহিমের অবস্থা আশংকাজনক বলে ডাক্তাররা জানিয়েছেন। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ১৮,২০২০

  facebook comments


  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ