নিজস্ব প্রতিবেদক :: মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ এবং ফেনসিডিল চারজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় রোববার (১৯ জুলাই) গোয়াইনঘাট থানার এসআই মাছুম আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজালার নয়াবস্তি এলাকার বেনু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মফিজ মিয়া (৪৫) ও মৃত আফজ উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৪০) কে ৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে।
এদিকে সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই খালেদ মিয়ার নেতৃত্বে অপর অভিযানে গোয়াইনঘাটের লামাপাড়া এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মো. কালা মিয়া (৩০)কে ৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।
এছাড়া গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মন্নানের নেতৃত্বে অভিযানে মামার দোকান এলাকার মনা মিয়া ওরফে লম্বা মনার ছেলে মাদক ব্যবসায়ী রাজন আহমেদ (৩০) কে ২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গোয়াইনঘাট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত অপর এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সিলেট জেলাকে মাদকমুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে গোয়াইনঘাটে পৃথক অভিযানে মদ এবং ফেনসিডিলসহ চারজন এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
সিলেটবিবিসি / ২০ জুলাই ২০ / – –