সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর এলাকা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে ১৫ পিস ইয়াবাসহ আমজাদ আলী (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়৷
আটককৃত আমজাদ কোম্পানীগঞ্জের বতুমারা নোওয়াগাঁও এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার এসআই মঞ্জুরুল ইসলাম ও এএসআই আলমগীর হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান চালিয়ে তাকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ওসি।
সিলেটবিবিসি / ৭ আগস্ট ২০ / —