সিলেটের কানাইঘাটে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বড় শকুন উদ্ধার করেছেন স্থানীয়রা।
জানা গেছে, কানাইঘাট সদর ইউনিয়নের ভাটিদিহি (বাটইশাইল) গ্রামের বাসিন্দা মাস্টার বদরুজ্জামানের বাড়ির ঝোঁপঝাড়ে গত মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি বিরল প্রজাতির শকুন অসুস্থ অবস্থায় মাটিতে নেমে আসে। এসময় বাড়ির লোকজন পাখিটিকে দেখে বদরুজ্জামানকে জানালে তিনি প্রতিবেশী কানাইঘাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রশিদ আহমদকে জানান। শকুনটি অসুস্থ অবস্থায় উড়তে না পারায় এলাকার লোকজনের সহায়তায় পাখিটি উদ্ধার করে তারা বদরুজ্জামানের বাড়ির একটি কক্ষে রাখেন এবং পাখিটিকে খাবার প্রদানসহ সেবাযত্ন করেন।
পরবর্তীতে বদরুজ্জামান ও রশিদ আহমদ বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির শকুন পাখিটিকে চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, এটি একটি বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির শকুন। ওজন ৮ কেজি ৩০০ গ্রাম। আমরা অসুস্থ শকুনটি নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসাসহ খাবার দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছি। উপজেলা বিট কর্মকর্তাসহ সিলেটের বন্যপ্রাণী অফিসে যোগাযোগ করেছি। পাখিটি সুস্থ হলে বন কর্মকর্তার মাধ্যমে অবমুক্ত করা হবে।
পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য মাস্টার বদরুজ্জামান ও প্রভাষক রশিদ আহমদকে তিনি ধন্যবাদ জানান।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর ৩১,২০২০