সিলেটের কানাইঘাটে গাছ কাটার সময় গাছের ডালের আঘাতে এক কাঠুরের মৃত্যু হয়েছে।নিহত কাঠুরের আসাদ উদ্দিন (১৭) একই ইউনিয়নের কাদিরগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের মঝবড়াই গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসাদ মাঝবড়াই গ্রামের হাজী আব্দুর রহমানের বাড়িতে সকাল ৭টার দিকে ডাল কাটার জন্য একটি উচু গাছে উঠে। একপর্যায়ে গাছের মগডালে উঠে ডাল কাঠার শেষ পর্যায়ে ডাল ভেঙ্গে তাকে স্বজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর১৮,২০২০