হবিগঞ্জ প্রতিনিধি : সর্দি-জ্বর কাশি নিয়ে সিলেট মাউন্ট এডোরার আইসোলেশনে ভর্তি হয়েছেন শায়েস্তাগঞ্জের ডাক্তার মো আব্দুল মোতালিব।
জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাঃ মোতালিবের করোনা উপসর্গ দেখা দিলে,
তিনি ২২ ই জুন তার নমুনা পরীক্ষার জন্য জমা দেন।
নমুনা দেয়ার তিনদিনের মধ্যে ও রিপোর্ট না আসায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ জুন বিকেলে তিনি সিলেট মাউন্ট এডোরাতে ভর্তি হন।
করোনাকালে ও শায়েস্তাগঞ্জে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ডাক্তার মোঃ আব্দুল মুতালিব।