1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ১২:৫৬ অপরাহ্ন

করোনায় সিলেটে আরও তিনজনের মৃত্যু, সুস্থ ১১০

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : সেপ্টেম্বর, ৩, ২০২০, ৯:৫৭ am

 • সিলেটবিবিসি ডেস্ক :: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই সিলেট জেলার বাসিন্দা।

  সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

  এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১১০ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১৯ এবং মৌলভীবাজারে ৪৪ জন।

  নতুন সুস্থদের নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে ৮ হাজার ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৩১, সুনামগঞ্জে ১ হাজার ৭৪৪, হবিগঞ্জে ১০৪৭, মৌলভীবাজারে ১১৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪১ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।

  এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৫৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৮৪৭, সুনামগঞ্জে ২ হাজার ৯৪, হবিগঞ্জে ১ হাজার ৫৮০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

  সিলেটবিবিসি/ ৩ সেপ্টেম্বর ২০/ রাকিব

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ