জাতীয় : গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো ৬৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩,৭৭০ জনে। একই দিনে মৃত্যু হয়েছে আরো ৮ জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২১৪ জন।
দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি বিষয়ে আজ (৯ মে শনিবার) দুপুর ২.৩০ ঘটিকায় স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন ।
এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ২,৪১৪ জন।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫,২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়, এবং নমুনা পরীক্ষা করা হয় ৫,৪৬৪টি। এ নিয়ে এই পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়।