করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। মিশরীয় ফুটবল ফেডারেশন শুক্রবার সালাহর সংক্রমণের খবর নিশ্চিত করেছে।
তবে করোনায় আক্রান্ত হলেও তার মাঝে কোনও উপসর্গ নেই।
মিশরীয় ফুটবল সংস্থাটি জানিয়েছে, ‘জাতীয় দলের নমুনা নেওয়ার পর জানা যায় সালাহ করোনা পজিটিভ। তবে তার মাঝে কোনও উপসর্গ নেই। সালাহ ছাড়া জাতীয় দলের বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে শনিবার টোগোর বিপক্ষে নিজেদের মাঠে খেলবে মিশর। মঙ্গলবার ফিরতি লেগে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে তারা। করোনা পজেটিভ হওয়ায় এই ম্যাচগুলো খেলা হচ্ছে না সালাহর।
এমনকি লিভারপুলের হয়েও আগামী দুই ম্যাচ মিস করবেন তিনি। প্রিমিয়ার লিগে এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে রয়েছেন সালাহ। ৮ ম্যাচে ৮ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ নভেম্বর ১৪,২০২০