সিলেটবিবিসি ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ মাগরিব হাওয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ডা. চয়ন রায় বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তিনি মারা যান।’
আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এক শোক বার্তায় তারা বলেন, ‘সিলেটের রাজনীতিতে প্রবীন এই নেতার উল্লেখ্যযোগ্য ভূমিকা ছিল। ৭ মার্চ ১৯৭১ রেইসকোর্স ময়দানে উপস্থিত থেকে তিনি ঐতিহাসিক সময়টির স্বাক্ষী হয়েছিলেন। নগর আওয়ামীলীগ ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করেছিল।’
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটবিবিসি/২৮ সেপ্টেম্বর ২০/ রাকিব