দ্রুতগতির কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চা পাতা বোঝাই একটি ট্রাক্টর উল্টে চালকসহ ৭ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জের প্রেমনগর চা-বাগান থেকে উত্তোলিত চা পাতা নিয়ে একটি ট্রাক্টর পাত্রখোলা চা-বাগানে যাচ্ছিল। ট্রাক্টরটি খুবই দ্রুতগতিতে চালানোর কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার বাঁক এলাকা অতিক্রমকালে সেটি উল্টে যায়। এতে আহত হন ট্রাক্টরের চালক মিঠুন মুন্ডা, শ্রমিক ভিক্টর মাহারা, লাল বাবু বাউরী, ধীর তাঁতী, ভগীরত কুর্মি, অর্জুন কুর্মি ও সরদার মানিক চাঁন মুদী। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রেমনগর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক আমিনুল ইসলাম ফকির জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত তিনি ঘটনাস্থলে গেছেন। তিনি জেনেছেন সড়কের বাঁক অতিক্রমকালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই ফয়েজের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ১০,২০২০