সংবাদদাতা, ওসমানীনগর :: ওসমানীনগরে এক পরিবারের দু’জনসহ আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই ৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
করোনা শনাক্তরা হলেন, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির বড় হাজীপুর গ্রামের আব্দুল খালিক, খাদিজা খালিক ও দয়ামীর ইউপির ইছামতি গ্রামের আছিয়া খাতুন। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেরিত রিপোর্টে তাদের বয়স উল্লেখ করা হয়নি।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার তাদের বাড়ি লকডাউনসহ আনুসঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসমানীনগরে এ পর্যন্ত মোট ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ্য হয়েছেন ৩৬ জন। বাকীরা হোম আইসোলেশনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেটবিবিসি /২৩ জুলাই ২০/ – –