সিলেটের ওসমানীনগরে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের নতুন বাজার এলাকার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা।
উপজেলার নতুনবাজারস্থ মুহিবুর রহমান এপলের নামীয় একটি মিটার থেকে অবৈধ লাইনের মাধ্যমে বিদুৎ ব্যবহার করার খবর পেয়ে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ওসমানীনগরের কাশিকাপন জোনাল অফিসের লোকজন সেখানে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে নিয়ে আসেন। এর আগেও গত বছরের জানুয়ারী মাসে একই নামীয় মিটার থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটো রিকসার ব্যাটারী চাজের্র ব্যবসা পরিচালনা করার অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে জানা গেছে।
পল্লীবিদ্যুৎ কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়জুল্লাহ বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের খবর পেয়ে তাৎক্ষনিক অফিসের লোকজন সেখানে গিয়ে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে মিটারটি অফিসে নিয়ে এসেছে। পরীক্ষা নিরিক্ষা করে যদি বৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে তবে আবারোও সংযোগ প্রদান করা হবে।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ১৪,২০২০